ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাসহ ৫টি সিটি করপোরেশনই তৃণমূলের দখলে। সোমবার রাজ্যের বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পৌরসভা নির্বাচনের ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে সর্বত্রই এগিয়ে।
গত শনিবার এই চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে সর্বত্রই তৃণমূল এগিয়ে। গতবার আসানসোল, বিধাননগর ও চন্দননগর তৃণমূলের দখলেই ছিল। এবার দলটি শিলিগুড়িও বামজোটের কাছ থেকে নিয়েছে।
শিলিগুড়ির সাবেক মেয়র ও রাজ্যের সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছেন, ‘মানুষ বামদের প্রত্যাখ্যান করেছে।’
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। জনগণের মনোভাব ভোটের ফলে প্রকাশিত হয়নি বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র সুমন গাঙ্গুলিও।
তবে তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি তৃণমূলের জয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন কর্মসূচিরই জয় হয়েছে।’
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪টি পৌরসভার নির্বাচনে জিতে এগিয়ে আছে তৃণমূল।