হোম > বিশ্ব > ভারত

প্রতিবাদের সময় আটক রাহুল গান্ধী

একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তিনি রাজধানী দিল্লির একটি রাস্তায় বসে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন। অন্যদিকে তাঁর মা সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ করছে ভারতের দুর্নীতিসংক্রান্ত তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে প্রতিবাদ করতে দিল্লির সংসদ ভবন ও সরকারি কার্যালয়গুলোর কাছের একটি রাস্তায় প্রতিবাদে বসেছিলেন রাহুল গান্ধী। সে সময় তাঁকে অসংখ্য পুলিশ ঘিরে রেখেছিল। প্রায় ৩০ মিনিট এভাবে রাস্তা অবরুদ্ধ রাখার পর পুলিশ রাহুলকে আটক করে তুলে নিয়ে গেছে।

আটকের আগে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র) একজন রাজা।’

এনডিটিভি লিখেছে, রাহুল গান্ধী ছিলেন শেষ ব্যক্তি, যাঁকে পুলিশ আটক করবে কি না, তা নিয়ে বিতর্ক ছিল।

এদিকে শহরের অন্য একটি অংশে তাঁর মা ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলার বিষয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ইডি কার্যালয়ে গিয়েছেন। বিক্ষোভে যোগ দেওয়ার আগে মায়ের সঙ্গে ইডি কার্যালয়ে রাহুল গান্ধীও গিয়েছিলেন।

কংগ্রেসের একজন নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা মেনেই আমরা প্রতিবাদ করছিলাম। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এসব হামলা, মামলা, আটক করছে।’

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি