হোম > বিশ্ব > ভারত

প্রতিবাদের সময় আটক রাহুল গান্ধী

একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তিনি রাজধানী দিল্লির একটি রাস্তায় বসে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন। অন্যদিকে তাঁর মা সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ করছে ভারতের দুর্নীতিসংক্রান্ত তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে প্রতিবাদ করতে দিল্লির সংসদ ভবন ও সরকারি কার্যালয়গুলোর কাছের একটি রাস্তায় প্রতিবাদে বসেছিলেন রাহুল গান্ধী। সে সময় তাঁকে অসংখ্য পুলিশ ঘিরে রেখেছিল। প্রায় ৩০ মিনিট এভাবে রাস্তা অবরুদ্ধ রাখার পর পুলিশ রাহুলকে আটক করে তুলে নিয়ে গেছে।

আটকের আগে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র) একজন রাজা।’

এনডিটিভি লিখেছে, রাহুল গান্ধী ছিলেন শেষ ব্যক্তি, যাঁকে পুলিশ আটক করবে কি না, তা নিয়ে বিতর্ক ছিল।

এদিকে শহরের অন্য একটি অংশে তাঁর মা ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলার বিষয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ইডি কার্যালয়ে গিয়েছেন। বিক্ষোভে যোগ দেওয়ার আগে মায়ের সঙ্গে ইডি কার্যালয়ে রাহুল গান্ধীও গিয়েছিলেন।

কংগ্রেসের একজন নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা মেনেই আমরা প্রতিবাদ করছিলাম। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এসব হামলা, মামলা, আটক করছে।’

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা