হোম > বিশ্ব > ভারত

প্রতিবাদের সময় আটক রাহুল গান্ধী

একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তিনি রাজধানী দিল্লির একটি রাস্তায় বসে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন। অন্যদিকে তাঁর মা সোনিয়া গান্ধীকে আজ জিজ্ঞাসাবাদ করছে ভারতের দুর্নীতিসংক্রান্ত তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে প্রতিবাদ করতে দিল্লির সংসদ ভবন ও সরকারি কার্যালয়গুলোর কাছের একটি রাস্তায় প্রতিবাদে বসেছিলেন রাহুল গান্ধী। সে সময় তাঁকে অসংখ্য পুলিশ ঘিরে রেখেছিল। প্রায় ৩০ মিনিট এভাবে রাস্তা অবরুদ্ধ রাখার পর পুলিশ রাহুলকে আটক করে তুলে নিয়ে গেছে।

আটকের আগে রাহুল গান্ধী বলেছিলেন, ‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র) একজন রাজা।’

এনডিটিভি লিখেছে, রাহুল গান্ধী ছিলেন শেষ ব্যক্তি, যাঁকে পুলিশ আটক করবে কি না, তা নিয়ে বিতর্ক ছিল।

এদিকে শহরের অন্য একটি অংশে তাঁর মা ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলার বিষয়ে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ইডি কার্যালয়ে গিয়েছেন। বিক্ষোভে যোগ দেওয়ার আগে মায়ের সঙ্গে ইডি কার্যালয়ে রাহুল গান্ধীও গিয়েছিলেন।

কংগ্রেসের একজন নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা মেনেই আমরা প্রতিবাদ করছিলাম। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এসব হামলা, মামলা, আটক করছে।’

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি