সাক্ষাৎকার

ক্যামেরার সামনে কাঁদলেন মোদি, জানালেন নিজের দুর্বলতার কথা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সাক্ষাৎকারে গিয়ে ক্যামেরার সামনে চোখের পানি ফেলেছেন। মূলত, সাক্ষাৎকারের একপর্যায়ে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময়ই তিনি তাঁর দুর্বলতার কথাও জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এই সাক্ষাৎকার দেন তিনি, যা গত সোমবার প্রচারিত ও প্রকাশিত হয়। 

মোদি বলেন, ‘আমি যখন বিজেপির সঙ্গে জাতীয় পর্যায়ে কাজ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলাম, তখন আমার মা খুবই খুশি হয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেখ ভাই—আমার সামনে ওয়াদা কর, প্রথমত তুই গরিবের কল্যাণে কাজ করবি এবং দ্বিতীয়ত কখনোই ঘুষ নিবি না।’ এ সময় তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। 

গরিবের কল্যাণে কাজ করার বিষয়টি নিয়ে মোদি বলেন, ‘আপনি এটাকে আমার দুর্বলতা বা যা খুশি বলতে পারেন। কিন্তু গরিব-দুঃখীদের কথা উঠলেই আমি আবেগপ্রবণ হয়ে উঠি এবং এটি আমার দুর্বলতা। পরে নিজের লোকসভা আসন বারানসি ও গঙ্গা নদীর সঙ্গে তাঁর বন্ধনের কথা বলতে গিয়ে মোদির চোখ আরও দুবার অশ্রুসিক্ত হয়ে ওঠে। 

বারানসি প্রসঙ্গে মোদি বলেন, ‘বারানসির সঙ্গে আমার যেন মা-ছেলের সম্পর্ক। একই সম্পর্ক কাশীর সঙ্গে।’ এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। গঙ্গা নদীর সঙ্গে মোদি তাঁর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বারানসির সঙ্গে আমার বিশেষ সংযোগ আছে। ২০১৪ সালের নির্বাচনের সময় আমার প্রার্থিতা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়েছিল। সেবার আমি কাশীতে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলাম।’

মোদি আরও বলেন, ‘তখন আমি সেখানে বলেছিলাম, আমি নিজে এখানে আসিনি বা কেউই আমাকে এখানে পাঠায়নি। আমি এখানে এসেছি মা গঙ্গার ডাকে। আজ ১০ বছর পর আমি আবারও বলতে পারি... (দীর্ঘ বিরতি) মা গঙ্গা আমাকে দত্তক নিয়েছেন।’ এই পর্যায়ে তিনি আবারও অশ্রুসিক্ত হয়ে ওঠেন।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ