হোম > বিশ্ব > ভারত

ভারতে বিদেশি অনুদানের লাইসেন্স হারাল ১২ হাজারের বেশি এনজিও

ভারতে কার্যরত এনজিও ও অন্যান্য সংস্থার বিদেশ থেকে অনুদান পেতে প্রয়োজন এফসিআরএ লাইসেন্স। কিন্তু ৩১ ডিসেম্বর এমন ১২ হাজারের বেশি এনজিওর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স নবায়ন আবেদন গ্রহণ করছে না। এর মধ্যে মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটির আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ১৮ হাজার ৭৭৮টি সংস্থার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে ১২ হাজার ৯৮৯টি নবায়নের জন্য আবেদন করেছিল।

৫ হাজার ৭৮৯টি সংস্থার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর)। প্রত্যাখ্যাত হওয়ায় রাতারাতি তারা এফসিআরএ রেজিস্ট্রেশন হারিয়ে বসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দাবি করছে, এই সংস্থাগুলোর মধ্যে কেউ-ই লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, শুক্রবার শেষ সময়ের আগেই নবায়নের জন্য আবেদন করতে রিমাইন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা করেননি। আবেদনই যদি না করা হয় তাহলে নবায়নের অনুমতি দেওয়া হবে কীভাবে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদার তেরেসার দাতব্য সংস্থাসহ ১৭৯টির নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদের আবেদন যাচাই-বাছাই চলছে।

এফসিআরএ লাইসেন্স হারানো এনজিওগুলোর তালিকায় আছে- অক্সফাম ইন্ডিয়া এবং অক্সফাম ইন্ডিয়া ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, কুষ্ঠ মিশন, ভারতের যক্ষ্মা সমিতি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের মতো সংস্থা।

এফসিআরএ লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করাকে বিরূপ সংস্থাগুলোকে দমন করার সরকারি কায়দা বলেই মনে করছেন সমালোচকেরা। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কারণে ভারতজুড়ে গরিব, অসুস্থ, দুস্থ, এতিম এবং আশ্রিতদের জন্য পরিচালিত ২৫০টিরও বেশি অ্যাকাউন্টে বিদেশি তহবিল ঢুকতে পারছে না। 

কিশোরীদের ধর্মান্তর চেষ্টার অভিযোগে মিশনারিজ অব চ্যারিটি পরিচালিত একটি চাইল্ড হোমের পরিচালকের বিরুদ্ধে গুজরাট পুলিশের অভিযোগ দায়েরের কয়েক সপ্তাহ পর সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ এল।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ