হোম > বিশ্ব > ভারত

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

আজকের পত্রিকা ডেস্ক­

অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। ছবি: সংগৃহীত

কলকাতার সাউথ কলকাতা ল কলেজ ক্যাম্পাসে ২৪ বছর বয়সী এক আইনের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার (২৫ জুন) রাতে কলেজ প্রাঙ্গণের গার্ডরুমে তিন যুবক মিলে তাঁকে ধর্ষণ করেন। তাঁদের মধ্যে অন্যতম একজন কলেজের তৃণমূলের ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

পুলিশের কাছে করা অভিযোগে ছাত্রীটি জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) বৈঠক শেষে ‘জে’, ‘এম’ ও ‘পি’ নামের তিন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। এরপর ‘এম’ ও ‘পি’ তাঁকে একটি কক্ষে আটকে রেখে ‘জে’র সঙ্গে একা করে দেন। ছাত্রীটি বারবার অনুনয়-বিনয় করেও নিজেকে রক্ষা করতে পারেননি।

তিনি লিখেছেন, ‘আমি কাঁদছিলাম, বলছিলাম ছেড়ে দাও, আমি রিলেশনশিপে আছি... আমি পা ছুঁয়ে বলেছি, কিন্তু তবুও ছাড়েনি।’

ধর্ষণের শিকার ওই তরুণী বলেন, ‘ধর্ষণের সময় শ্বাসকষ্ট শুরু হলে আমি ইনহেলার চাই। তখন ‘‘জে’’ অপর দুই অভিযুক্ত ব্যক্তিকে ডাক দিলে একজন ইনহেলার এনে দেয়। ইনহেলার নেওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখন আবার আমাকে ধরে ফেলে তারা।’ এরপর তাঁকে গার্ডরুমে নিয়ে যাওয়া হয়, যেখানে নিরাপত্তারক্ষীকে জোর করে বের করে দেওয়া হয়েছিল।

ওই তরুণী মামলার এজাহারে আরও বলেন, ‘গার্ডরুমে নিয়ে গিয়ে ‘‘জে’’ আমাকে ধর্ষণ শুরু করে। আমি বাধা দিলে সে ব্ল্যাকমেল করে। পরিবার ও প্রেমিককে মেরে ফেলার হুমকি দেয়। ধর্ষণের সময় ‘‘এম’’ ও ‘‘পি’’ পাশেই চুপ করে দাঁড়িয়ে দেখছিল। এমনকি একটি হকিস্টিক দিয়ে আমার মাথায় আঘাতও করা হয়।’

মুখ না খুলতে নানা হুমকি দিয়ে রাত ১০টা ৫০ মিনিটে তরুণীকে ছেড়ে দেওয়া হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, ‘আজ আমি সাহস পেয়েছি...। আমি একজন আইনের ছাত্রী, আজ আমি নিজেই ভুক্তভোগী। আমি চাই ন্যায়বিচার হোক, দ্রুত হোক।’

এ ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং রাজ্যের ক্ষমতাসীন দল তাঁকে রক্ষা করার চেষ্টা করছে। এমনকি মনোজিতের তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

তবে তৃণমূল কংগ্রেস প্রথম প্রতিক্রিয়ায় বলেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দলের ছাত্রসংগঠনের যোগাযোগ থাকলেও তাঁকে কোনোভাবেই রক্ষা করা হবে না। দল জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি যেন কঠিন শাস্তি পান, তা নিশ্চিত করা হবে।

কলকাতাবাসী আর জি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও ঘটল এমন ঘটনা। সর্বশেষ খবর অনুযায়ী, অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও খবর পড়ুন:

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার