হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনে ভয়াবহ দাবানল, বাস্তুচ্যুত প্রায় ২ হাজার মানুষ

স্পেনে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের বেনাভিস শহরের প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বুধবার স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলের একটি পার্বত্য এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, আন্দালুসিয়া উপকূলে ব্রিটিশ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট কোস্টা ডেল সোলের ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুহেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়। 

আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো বলেছেন, ‘দুঃখজনকভাবে আমরা তিনজন ফায়ার সার্ভিসকর্মীর আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে একজনের শরীরের ২৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁদের মালাগা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং প্রতিকূল বাতাসের কারণে এই দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শহরটির অধিবাসীদের জন্য প্রায় ৭০০০ মানুষ ধারণক্ষমতা সম্পন্ন বিপুলসংখ্যক তাঁবু প্রস্তুত করেছে। তবে, ওই শহরটির অধিকাংশ বাসিন্দাই তাঁদের কোনো আত্মীয় বা পার্শ্ববর্তী কোনো শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ১০০ সৈনিক এবং পার্শ্ববর্তী কোস্টা ডেল সোল শহরের ৫০ জন ফায়ার সার্ভিস সদস্যদের একটি যৌথ দল আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনা পর্যবেক্ষণে বিমান ব্যবহার করা হচ্ছে। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড