হোম > বিশ্ব > ইউরোপ

সংকট সমাধানে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনা প্রসঙ্গে রাশিয়া ও একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করতে চায় ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, সীমান্তে সৈন্য বাড়ানোর পর আমরা রাশিয়াকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু রাশিয়া সেই অনুরোধ উপেক্ষা করেছিল। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, রাশিয়া তার পরিকল্পনা স্পষ্ট করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

দিমিত্রো কুলেবা আরও বলেন, ভিয়েনা ডকুমেন্টের নিয়মের অধীনে আমরা রাশিয়ার কাছ থেকে তাদের উদ্দেশ্য সম্পর্কে উত্তর চেয়েছিলাম। 

ভিয়েনা ডকুমেন্ট ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওসেক) সদস্যদের দ্বারা গৃহীত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি, যার মধ্যে রাশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। 

গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। হোয়াইট হাউস বলেছে, ফোনালাপের সময় জো বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের নেতা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য বাড়ানোর প্রতিক্রিয়ায় কূটনীতি এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। 

ফোনালাপের ব্যাপারে ইউক্রেন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনকে সমর্থনের ব্যাপারে অটল থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। শেষে তিনি জো বাইডেনকে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। 

তবে এ আমন্ত্রণের ব্যাপারে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন