হোম > বিশ্ব > ইউরোপ

সংকট সমাধানে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠক চায় ইউক্রেন

ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনা প্রসঙ্গে রাশিয়া ও একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করতে চায় ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, সীমান্তে সৈন্য বাড়ানোর পর আমরা রাশিয়াকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু রাশিয়া সেই অনুরোধ উপেক্ষা করেছিল। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, রাশিয়া তার পরিকল্পনা স্পষ্ট করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

দিমিত্রো কুলেবা আরও বলেন, ভিয়েনা ডকুমেন্টের নিয়মের অধীনে আমরা রাশিয়ার কাছ থেকে তাদের উদ্দেশ্য সম্পর্কে উত্তর চেয়েছিলাম। 

ভিয়েনা ডকুমেন্ট ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওসেক) সদস্যদের দ্বারা গৃহীত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি, যার মধ্যে রাশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। 

গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। হোয়াইট হাউস বলেছে, ফোনালাপের সময় জো বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের নেতা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য বাড়ানোর প্রতিক্রিয়ায় কূটনীতি এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। 

ফোনালাপের ব্যাপারে ইউক্রেন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনকে সমর্থনের ব্যাপারে অটল থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। শেষে তিনি জো বাইডেনকে ইউক্রেনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। 

তবে এ আমন্ত্রণের ব্যাপারে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল