হোম > বিশ্ব > ইউরোপ

পথে পথে গেয়ে সেনাদের জন্য বিপুল তহবিল গড়ল ৯ বছরের ইউক্রেনীয় শিশু

প্রায় এক বছর হতে চলল বাবাকে নিয়ে বাড়ি ছেড়েছে ইউক্রেনের ৯ বছর বয়সী শিশু ইউরি নাপোরা। দেশটির পশ্চিমাঞ্চলীয় লিভিভ অঞ্চলের পথে পথে ঘুরে দেশাত্মবোধক গান গাইছে সে। আর গানের সঙ্গে কিবোর্ড বাজিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন বাবা। 

পিতা-পুত্রের উদ্দেশ্য হলো-অর্থ সংগ্রহ। গান শুনে শ্রোতাদের দেওয়া অর্থ দেশের জন্য লড়াই করা সেনাদের জন্য পাঠাচ্ছেন তাঁরা। 

ইউক্রেনের প্রাভদা নিউজের বরাতে জানা গেছে, গত এক বছরেই ৬৭ হাজার ৬০০ ডলারের একটি বড় তহবিল গড়েছে ইউরি। ইউক্রেনের মুদ্রায় যা ২৫ লাখ রুবলের বেশি। আর বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ অর্থ ৭০ লাখ টাকারও বেশি। 

জানা গেছে, সংগৃহীত অর্থ দিয়ে যুদ্ধের সময় সেনাদের প্রয়োজন হতে পারে এমন খুঁটিনাটি নানা জিনিস ক্রয় করে সরবরাহ করছেন তারা। 

ইউরির বিষয়ে লিভিভের সাম্বির শহরের এক কর্তাব্যক্তি বলেন, ‘তার বয়স মাত্র ৯ বছর। এই বয়সেই সে অনেক কিছু করে ফেলেছে। আজ আমাদের শহরেও গান গেয়েছে সে।’ 

জানা গেছে, সাম্বির শহরে পিতা-পুত্র কনসার্ট করে ৭০৩ ডলার সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় এই সংগ্রহ পৌনে এক লাখ টাকারও বেশি। 

ইউরি নাপোরার বেশির ভাগ গান যুদ্ধকে কেন্দ্র করে। তার বাবা বলেন, ‘একদিন ইউরি চেরনিহিভ শহরের এক লোকের গল্প শুনেছিল। ওই ব্যক্তি আমাদের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। আমার ছেলে তাঁর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই গান গেয়ে সেনাদের জন্য অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে।’

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড