হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক লাইনের ডিক্রিতে তাঁকে বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। ঠিক কী কারণে বরখাস্তের সিদ্ধান্ত তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বরখাস্ত কমান্ডারের নাম এডুওয়ার্ড মোসকালিভ। তিনি পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে যুদ্ধে যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন। ২০২২ সালের মার্চ অর্থাৎ রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে মোসকালিভ এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে শুক্রবার নিয়মিত ভাষণে দেশটির সামরিক কমান্ডারদের বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁদের নামের তালিকাও প্রকাশ করেন তিনি। এ তালিকায় মোসকালিভের নামও ছিল।

তবে যৌথ বাহিনীর ফেসবুক কিংবা টুইটার পেজে এডুওয়ার্ড মোসকালিভের বরখাস্তের বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। এখন পর্যন্ত বরখাস্তের কারণ প্রকাশ করেনি কেউ।

রাশিয়ার বাহিনী এখন দনবাস অঞ্চল পুরোপুরি দখলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ওই অঞ্চলের বাখমুত শহর দখলে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে রুশ সেনারা। বারবার হামলা চালাচ্ছে সেখানে। প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি পূর্ব ইউক্রেনের সামরিক পরিস্থিতিকে কঠিন ও যন্ত্রণাদায়ক হিসেবে বর্ণনা করেছেন।

যদিও এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রোববার বাখমুত এলাকায় রুশ সেনাদের বেশ কয়েকটি হামলা ব্যর্থ হয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট