হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ২৬ 

গ্রিসের উত্তরাঞ্চলে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন মারা গেছে। আহত হয়েছে ৮৫ জনের বেশি। উদ্ধারকাজ এখনো চলছে। যাত্রীবাহী ট্রেনটি থেসালোনিকি ও লরিসার মধ্যে চলাচল করছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো থেকে প্রকাশ করা বিভিন্ন খবর ও ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সংঘর্ষে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে গেছে। সেখান থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল। 

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ‘এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’ 

দুর্ঘটনাস্থল লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস স্কাই টিভিকে বলেছেন, থেসালি অঞ্চলের আঞ্চলিক গভর্নর কোস্টাস অ্যাগোরাস্টোস স্কাই টিভিকে জানিয়েছেন, ‘সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল।’ তিনি জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।’ 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড