হোম > বিশ্ব > ইউরোপ

চোখে কালো পট্টি, জার্মান চ্যান্সেলরকে ‘জলদস্যু ওলাফ’ বলে হাস্যরস

জগিংয়ের সময় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে জার্মান চ্যান্সেলর মজা করে লিখেছেন, ‘যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। আমাকে নিয়ে কী কী মিম হয় তা দেখার অপেক্ষায় আছি।’ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। ‘জলদস্যু ওলাফ’ অভিধাও দিচ্ছেন কেউ কেউ।

বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের কাছে ওলাফ শলৎজের বাড়ি পটসড্যামের পাশে গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহত হওয়ায় তিনি রোববার আঞ্চলিক নির্বাচনী ইভেন্টগুলো বাতিল করেছেন। আগামী কয়েক দিনে বেশ কিছু বক্তৃতা দেওয়াসহ অন্যান্য কাজে তাঁর অংশ নেওয়ার কথা।

বিবিসি বলছে, জার্মান চ্যান্সেলরের এই আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে তার চোখের চারপাশে, নাকে ও চিবুকে ক্ষত দেখা গেছে।

চ্যান্সেলরের মুখপাত্র জানান, ভালো মেজাজেই ছিলেন ওলাফ শলৎজ। তবে তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। সামনের দিনগুলোতে নতুন চেহারার সঙ্গে সবাই যাতে অভ্যস্ত হতে পারেন, সে জন্য শলৎজ ছবিটি প্রকাশ করেছেন।

ওলাফ শলৎজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কৌতুক ও হাস্যরস। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। সামনের বছর সেখানে ‘জলদস্যু ওলাফ’-এর বেশে হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেক নেটিজেন। চোখে পট্টির কারণেই এই নামকরণ হয়েছে ওলাফ শলৎজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওলাফ শলৎজের নতুন চেহারার ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়েছে। জলদস্যুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই চেহারা নেটিজেনরা পছন্দ করেছে বলেই ধারণা করা হচ্ছে। জার্মানদের কাছে ওলাফ শলৎজের যোগাযোগের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ। আর এমন এক নেতাকে এক চোখে পট্টি পরিহিত ছবি পোস্ট করতে দেখে জার্মানরা হয়তো কিছুটা বিস্মিত, কিছুটা আনন্দিত।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন