হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার প্লাতান ইনস্টিটিউটের অফিস ভবনে হঠাৎ আগুন, নিহত ৮ 

রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি এলাকায় অবস্থিত একটি বহুতল অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ওই ভবনে থাকা অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ সময় সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ফ্রিয়াজিনো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখা থেকে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাসকে জানিয়েছে। নিহত ৮ জনের মধ্যে অন্তত ২ জন আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে নিচে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। আর বাকি ৬ জন মারা গেছেন আগুনে ভস্মীভূত হয়ে একটি অফিস সজ্জা ধসে পড়ার ফলে। 

অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে ৮ তলা ওই ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই ভবনটিতে কী ধরনের অফিস ছিল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস জানিয়েছে, এই ভবনটিতে রাশিয়ার প্লাতান রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির অফিস ছিল। তবে তা বহুদিন আগে। দাবি করা হচ্ছে, ভবনটি ১৯৯০-এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন ছিল। তবে বিরোধী গণমাধ্যমগুলো দাবি করেছে, ২০২৩ সালের শেষ দিকেও এই ভবনে প্লাতান অফিসের অস্তিত্ব দেখা গেছে। এই অফিস থেকেই বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা হয়ে আসছে। প্লাতান ইনস্টিটিউটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। 

স্থানীয় গভর্নর আন্দ্রে বরোভব বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত দুই ফায়ার সার্ভিস কর্মীকেও চিকিৎসা দিতে হয়েছে। 

অগ্নিকাণ্ড থামাতে ঘটনাস্থলে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত বাহিনী ছাড়াও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। প্রাথমিকভাবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ছয়তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে জানা গেছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন