হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা 

ইউক্রেনজুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এর জেরে ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইরানের তৈরি প্রায় ৬০টি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। একই সঙ্গে ছোড়া হয়েছে ৫২টি রকেট। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেন, ৬০টি কামিকাজে ড্রোনের মধ্যে ৩৬টিই রাজধানীর বিভিন্ন স্থানকে লক্ষ্য করে চালানো হয়। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে জানান ভিতালি। 

ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়ে পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন কিয়েভের মেয়র। তবে এই দাবি যাচাই করতে পারেনি বিবিসি। কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, ড্রোনের ধ্বংসাবশেষ জুলিয়ানি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পড়ায় জরুরি অবস্থা তৈরি হয়। 

ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়। রাজধানী কিয়েভ ছাড়াও খারকিভ, খেরসন ও মিকোলায়েভ, দোনেৎস্ক ও ওদেসা থেকে বিস্ফোরণের খবর দিয়েছেন কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্র হামলায় ভবন, বাড়ি ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রতিবছর ৯ মে বিজয় দিবস উদ্‌যাপন করে ইউক্রেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর কাছে জার্মানির নাৎসিদের পরাজয়ের স্মরণে দিবসটি উদ্‌যাপন করে রাশিয়াও। এবার এই দিবসের প্রাক্কালে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে মস্কো।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড