হোম > বিশ্ব > ইউরোপ

ওদেসায় রুশ হামলায় নিহত বেড়ে ২১

ইউক্রেনে আক্রমণের পরিধি বৃদ্ধি করেছে রাশিয়া এবং এর মিত্র সশস্ত্র বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২১ জন। আহত হয়েছেন ৩৮ জন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওদেসায় দুই দফায় হামলা চালায় রাশিয়া। প্রথমে একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ১৬ জন নিহত হন। পরে একটি হলিডে রিসোর্টে হামলা হয়। এতে নিহত হন পাঁচজন। 

স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘আমরা তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছি। যে হলিডে রিসোর্টে হামলা হয়েছে সেটির আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের গ্রামটি খুব শান্ত। আমরা কখনই ভাবিনি এমনটি হতে পারে।’ 

ওদেসার একজন আঞ্চলিক কর্মকর্তা বলেন, স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার পর স্থানীয় সময় শুক্রবার ভোরবেলা রুশ বাহিনী হামলা চালায়। 

এর আগে, গত ২৭ জুন ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রুশ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৯ জন নিহত হন। 

এদিকে সাধারণ মানুষের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট