হোম > বিশ্ব > ইউরোপ

শান্তি আলোচনা নিয়ে কী বলছে উভয় পক্ষ? 

দুই সপ্তাহেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইতিমধ্যে ইস্তাম্বুলে পৌঁছেছে। দুই দেশ এই শান্তি আলোচনা নিয়ে কী বলছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূখণ্ড বা সার্বভৌমত্ব ছেড়ে না দিয়ে ‘যুদ্ধবিরতি’ চায় কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ইস্তাম্বুলের আলোচনা সম্পর্কে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা জনগণ, ভূখণ্ড বা সার্বভৌমত্বের ব্যবসা করছি না। আমাদের ন্যূনতম চাওয়া হবে ‘‘মানবিক প্রশ্ন’’ এবং সর্বোচ্চ চাওয়া ‘‘যুদ্ধবিরতি’’। এ দুই বিষয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই।’ 

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিসেনকো বলেছেন, শান্তি আলোচনার অগ্রগতির ব্যাপারে তিনি যথেষ্ট সন্দিহান। একই রকম সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বিবিসিকে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার জন্য আপস করতে প্রস্তুত নন। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আলোচনায় এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে এটি গুরুত্বপূর্ণ যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।’ এর বেশি তথ্য জানাতে তিনি রাজি হননি। 

আজ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে পুনরায় আলোচনা করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

আনাদলু এজেন্সি জানিয়েছে, দুই দিনের শান্তি আলোচনা আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে শুরু হওয়ার কথা রয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট