হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন, কয়েকটি শহরে হামলা

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এরই মধ্যে বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে, শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার ভোররাতেই দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। কয়েক সপ্তাহ ধরেই পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুতের উত্তর-পশ্চিম এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের চারটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।

এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার এ দুই নেতা ফোনালাপ করেন। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীন একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।

ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘চীনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চীনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’ চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা