তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হতে যখন আর মাত্র দুই ঘণ্টা বাকি; তখনো বিভিন্ন শহরের ভোটকেন্দ্রগুলোতে অপেক্ষমাণ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। তাঁদের মধ্যে বিপুলসংখ্যক তরুণ ভোটারও উপস্থিত ছিলেন। যারা এবারই প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা।
আজ রোববার সন্ধ্যায় আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তুরস্কের নির্বাচনে এবার ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। ইস্তাম্বুল থেকে সংস্থাটির প্রতিবেদক আমের ল্যাফি জানান, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শেষ হয়ে যাবে। তবু কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়।
অন্যদিকে, রাজধানী আঙ্কারা থেকে প্রতিবেদক ফারাহ আল-জামান শাওকি জানান, সারা দিনই বিপুলসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। এ জন্য শেষ মুহূর্তে ভোটারদের চাপ কিছুটা কমে এসেছে।
কেন্দ্রগুলোতে প্রতিবন্ধী ভোটারদের ভোট দেওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা ছিল। হুইলচেয়ার এবং অন্যের সহযোগিতা নিয়ে হাসিমুখে ভোট দিতে দেখা গেছে অনেককে।
বলা হচ্ছে, এই নির্বাচনে দুই দশক পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।