হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর দুজনকে উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পের ২৬০ ঘণ্টার বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়ায় দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তাঁরা হলেন ২৬ বছরের মেহমেত আলী সাকিরোগলু ও ৩৪ বছর বয়সী মুস্তাফা আভিসি। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
 
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ১০ দিনেরও বেশি সময় পর ধসে পড়া ভবনগুলো থেকে অন্তত চারজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫৮ ঘণ্টা পর কাহরামানমারাসের ধ্বংসস্তূপ থেকে ২৯ বছর বয়সী নেসলান কিলিক নামের এক তরুণীকে বের করে আনে উদ্ধারকারী দল। 

চিকিৎসকেরা জানিয়েছেন, নেসলানের অবস্থা স্থিতিশীল এবং তিনি কথা বলছেন। তাঁর ভাই ইউসুফ ইয়ালসিনোজ বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, আমার বোন বেঁচে আছে। আল্লাহ সবাইকে এমন আনন্দের মুহূর্ত দান করুন।’ 

অন্যদিকে একিঞ্চি এলাকাতে আরও আনন্দের বিষয় ছিল ধ্বংসস্তূপের নিচে প্রায় ২৬০ ঘণ্টা থাকার পর ১২ বছর বয়সী ওসমান হালেবিয়েকে নিরাপদে বের করে আনা। উদ্ধারকর্মীদের অক্লান্ত চেষ্টায় তুরস্কে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে এগিয়ে আসায় সব দেশকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে দুই দেশের প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে তুরস্কে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। আর সিরিয়ায় ৫ হাজার ৮০০ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক