হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের সঙ্গে আলোচনা নিষিদ্ধ করে জেলেনস্কির আদেশ জারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা ‘অসম্ভব’ উল্লেখ করে একটি আদেশ জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আদেশের ফলে, ইউক্রেনের কোনো নাগরিক পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে পারবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রতিক্রিয়ায় গত শুক্রবার জেলেনস্কি জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে আলোচনার সকল পথ বন্ধ। তাঁর সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয়। আজকের এই আদেশের মাধ্যমে জেলেনস্কির সেদিনের কথা আইনে পরিণত হলো।

গত শুক্রবার জেলেনস্কি পুতিনের উদ্দেশে বলেছিলেন, ‘তিনি জানেন না মর্যাদা এবং সততা কী জিনিস। তারপরও আমরা রাশিয়ার সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। তবে রাশিয়ার অন্য কোনো প্রেসিডেন্টের সঙ্গে হবে সেই আলোচনা।’ জেলেনস্কির বক্তব্য থেকে এই বিষয়টি স্পষ্ট যে, তিনি পুতিনের সঙ্গে আলোচনার কোনো পথই খোলা রাখতে চান না।

গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত প্রেসিডেন্ট আদেশের একটি ধারায় বলা হয়েছে, ‘ইউক্রেন সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা অসম্ভব বলে ঘোষিত হবে।’

এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদিত হয়েছে রাশিয়ার পার্লামেন্টে। নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা স্থানীয় সময় গতকাল সোমবার চুক্তি অনুমোদন করে। ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলগুলোর রাশিয়ায় যোগদানের বিষয়ে করা চুক্তিটি সর্বসম্মতভাবে পাশ হয়। অধিবেশনে রাশিয়ার সকল স্টেট ডেপুটি উপস্থিত ছিলেন এবং সবাই এই চুক্তি পাশের পক্ষে রায় দেন। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা