ঢাকা: দর্শনার্থীর থাপ্পড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভ্যালেন্স শহরের তাইন এল হার্মিতেজে সরকারি সফরের সময় নিরাপত্তা ব্যারিকেডের বাইরে থেকে এক যুবক প্রেসিডেন্টকে সজোরে চড় মারেন।
সবুজ টি–শার্ট পরিহিত এক যুবক কিছু একটা বলার চেষ্টা করছিলেন। প্রেসিডেন্ট মাখোঁ তাঁর দিকে এগিয়ে যান। কিন্তু যুবকটি আচমকা তাঁর গালে চড় বসিয়ে দেন। এসময় নিরপত্তা রক্ষীরা দ্রুত এগিয়ে গিয়ে সেই যুবককে আটক করেন।
ফ্রান্সের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
প্রেসিডেন্টকে চড় দেওয়ার আগে ফ্রান্স সাম্রাজ্যের সময়কার যুদ্ধকালীন স্লোগান ‘মঁজো, সেইন্ত দেনিস’ এবং ‘মাখোঁতন্ত্র নিপাত যাক’ বলে চিৎকার করেন ওই যুবক। এসময় রাজা শার্লেমানের ব্যানার বহন করছিলেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, এই ঘটনার পর প্রেসিডেন্ট মাখোঁ দ্বিতীয়বার নিরপত্তা ব্যারিকেডের দিকে এগিয়ে যান এবং জনতার সঙ্গে কথা বলেন।
ঘটনার পরপরই ভ্যালেন্স শহরের রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।