হোম > বিশ্ব > ইউরোপ

খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন, উচ্ছ্বসিত জনগণ 

খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। শহরটির কেন্দ্রে ভিড় করেছে এর বাসিন্দারা। রুশ সৈন্যরা চলে যাওয়ার পর সাধারণ মানুষ উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে। আবারও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সৈন্যদের খেরসন ছেড়ে চলে যাওয়ার দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আরও সৈন্য খেরসনের পথে রয়েছে।

এক ভিডিও ভাষণে জেলেনস্কি রুশ সেনাদের খেরসন ছেড়ে যাওয়ার দিনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা খেরসনকে আবারও দখল করে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছি।’ শহরটি মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছে, ‘খেরসন ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো শহরে প্রবেশ করছে।’

এদিকে দীর্ঘদিন পর মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে উচ্ছ্বসিত খেরসনের বাসিন্দারা। আনন্দে উচ্ছ্বসিত, অশ্রুসিক্ত বাসিন্দারা শহরটির সোবোদা স্কয়ারের চারপাশে ইউক্রেনের পতাকা হাতে নিয়ে মিছিল করেন। শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে তাদের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা ‘আমাদের গৌরব জেডএসইউ (ইউক্রেনের সশস্ত্র বাহিনী) ’ বলে স্লোগান দিচ্ছিল।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন