হোম > বিশ্ব > ইউরোপ

হোটেলের শ্রেডারে পাসপোর্ট, যুক্তরাষ্ট্রে আটকা ৪২ ব্রিটিশ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে আটকা পড়েছে যুক্তরাজ্যের একটি স্কুলের ৪২ শিক্ষার্থী। হোটেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভুলবশত তাদের পাসপোর্ট শ্রেডার মেশিন (কাগজ কাটার যন্ত্র) দিয়ে নষ্ট করে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। আর এ কারণেই দেশে ফিরতে পারছে না তারা। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ডের ওয়ালসাল শহরের বার বিকন স্কুলের শিক্ষার্থীরা নিউ হ্যাম্পশায়ারে ভ্রমণে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হোটেল কর্তৃপক্ষ ভুল করে ৪১টি পাসপোর্ট নষ্ট করে ফেলেছে। ফলে শিক্ষার্থীদের শনিবার বাড়ি ফেরার কথা থাকলেও, জরুরি কাগজপত্র পেতে আরও কয়েক দিন থাকতে হচ্ছে দেশটিতে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর মা জানান, শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। নিজের সন্তানের জন্য বেশ দুশ্চিন্তা হচ্ছে বলে জানান ওই মা। তিনি বলেন, ‘আমার মেয়ে কখনো পরিবার ছাড়া কোথাও থাকেনি। এবারই প্রথম গেল আর এমন বিপদের সম্মুখীন হলো। ভাগ্যিস ওর কাছে মোবাইল ফোন আছে। আমরা ভিডিও কলে যোগাযোগ রাখতে পারছি।’ 

ব্রিটিশ দূতাবাস থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ‘দূতাবাস যোগাযোগ রাখছে। আমাদের ই-মেইলের জবাব দিচ্ছে। জরুরি কাগজপত্র পেতে চার দিন বেশি থাকতে হচ্ছে বাচ্চাদের। তবে বুধবার সবাই দেশে ফিরতে পারবে।’ 

নিউ হ্যাম্পশায়ারে স্কি ট্রিপের উদ্দেশ্যে যায় ওয়ালসালের বার বিকন স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক কেটি হিবস বেশ তৎপর বলে জানান ওই শিক্ষার্থীর মা। তিনি বলেন, ‘মিস হিবস দূরে থেকেও সবকিছু দক্ষতার সঙ্গে তদারকি করছেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সব অভিভাবকের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দূতাবাসে পাঠিয়েছেন।’ 

শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন স্টাফ রয়েছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক কেটি হিবস। তিনি বলেন, স্টাফরা সাধ্যমতো সহায়তা করছেন। তাঁরা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান বাচ্চাদের ঘুরিয়ে দেখাচ্ছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট