হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, বিমান ঘাঁটির তেলের মজুতে আগুন

এক্সেলকে ৪০-এরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: নিউজউইকের সৌজন্যে

রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ব্যাপক আকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় একটি তেলের মজুত স্থাপনায় আগুন ধরে যায়। সেখান থেকে রাশিয়ার বোমারু বিমান ঘাঁটিতে তেল সরবরাহ করা হতো। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বুধবার অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে আরও জানা যায়, স্থানীয় সময় ভোর ৫টার দিকে এসব হামলা চালানো হয়। স্থানীয়দের বরাতে একাধিক বিস্ফোরণের কথা জানায় রাশিয়ার সংবাদমাধ্যমগুলো। তবে একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছেন গভর্নর।

এক প্রতিবেদনে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন জানায়, এ হামলায় অ্যাঙ্গেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণসহ ৪০-এরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অ্যাঙ্গেলসে রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটি রয়েছে। এটি রাশিয়ার কৌশলগত টিইউ-১৬০ বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাঁটি। এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে এই ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেননি সারাতোভের গভর্নর।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানান, ড্রোনের ধ্বংসাবশেষ শহরটির একটি শিল্প স্থাপনায় আঘাত করেছে। অগ্নি নির্বাপক দল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।

কিয়েভ ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেলের মজুত স্থাপনায় ব্যাপক আকারে আগুন জ্বলতে দেখা গেছে। এ ছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে শহরের ওপর দিয়ে উড়তে থাকা ড্রোনগুলো নামানোর চেষ্টা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার আগে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা।

এই হামলার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া কুরস্ক, রোস্তভ, বেলগোরোদ, ব্রায়ানস্ক, ক্রাসনোদার, ভলগোগ্রাদ ও আজভ সাগরে মোট ২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।

ইউক্রেনীয় ড্রোন হামলাগুলো সাধারণত ইউক্রেন-রাশিয়া সীমান্তসংলগ্ন এলাকায় কেন্দ্রীভূত থাকে। তবে কখনো কখনো এ ধরনের হামলা রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর অঞ্চলে পরিচালিত হয়। অ্যাঙ্গেলস ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে।

এর আগেও অ্যাঙ্গেলসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। গত ১৭ তারিখে অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সে সময় ঘাঁটিতে কয়েকটি টিইউ-৯৫ ও টিইউ-১৬০ কৌশলগত বোমারু বিমান থাকার কথা জানা যায়।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট