হোম > বিশ্ব > ইউরোপ

ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্মে স্যুপ ছুড়ে গ্রেপ্তার দুই তরুণী

লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা আছে ভ্যান গঘের বিখ্যাত সূর্যমুখী ফুলের চিত্রকর্ম। সেখানে গিয়েছিলেন জীবাশ্ম জ্বালানিবিরোধী দুই আন্দোলনকর্মী। তাঁরা ওই ছবিতে স্যুপ ছুড়ে মারেন। আজ শনিবার ব্রিটিশ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। 

‘জাস্ট স্টপ অয়েল’ আন্দোলনকর্মীদের পরিচালিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গত শুক্রবার দুই আন্দোলনকর্মী ওই গ্যালারিতে গিয়ে ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্ম লক্ষ্য করে টমেটো স্যুপের ক্যান ছুড়ে মারেন। এরপর তাঁরা হাতে আঁঠা লাগিয়ে পিছমোড়া হয়ে দেয়ালের সঙ্গে লেগে থাকেন।

সারা বিশ্বে জাদুঘর এবং গ্যালারিতে প্রদর্শনের জন্য ভ্যান গঘের চিত্রকর্মের যে পাঁচটি সংস্করণ রয়েছে, তার মধ্যে এটি একটি। ওই চিত্রকর্মের মূল্য ৮৪ দশমিক মিলিয়ন ডলার বলে দাবি করেছে গ্রুপটি।

গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্যুপের ক্যান ছুড়ে মারার কারণে চিত্রকর্মটির ক্ষতি হয়নি তবে ফ্রেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরই সেটি আবার প্রদর্শনীতে ফিরিয়ে আনা হয়েছে। 

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ ও ২১ বছরের দুই তরুণীকে ওই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। পরে তাঁদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে। 

অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাঁরা মধ্য লন্ডনে পুলিশ হেডকোয়ার্টার্সের বাইরের বিখ্যাত ‘নিউ স্কটল্যান্ড ইয়ার্ড’ সাইনের ক্ষতিসাধন করেছেন। তাঁদেরও আদালতে উপস্থাপন করা হবে। শুক্রবারের বিক্ষোভের ঘটনায় লন্ডনে ২৮ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ভ্যান গঘের সূর্যমুখী ফুলের চিত্রকর্মটি মূলত তৈলচিত্র। তৈলচিত্রের জন্য রং তৈরিতে আগে ব্যবহার করা হতো বিভিন্ন উদ্ভিদের নির্যাস, পশুর পোড়া হার, শীলা, খনিজ ইত্যাদি। তবে পরিবেশবাদী এবং পশু অধিকারকর্মীদের দাবির মুখে এখন বাজারে সিনথেটিক ও অরগানিক রং পাওয়া যায়।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট