হোম > বিশ্ব > ইউরোপ

স্কুটারের হ্যান্ডেলেই ছিল রুশ জেনারেলের ঘাতক বোমাটি

রাশিয়ার পরমাণু ও রাসায়নিক অস্ত্র সুরক্ষা বিভাগের প্রধান জেনারেল ইগর কিরিলভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার পরমাণু ও রাসায়নিক অস্ত্র সুরক্ষা বিভাগের প্রধান জেনারেল ইগর কিরিলভ আজ মঙ্গলবার মস্কোয় একটি বিস্ফোরণে নিহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুটারে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৫৪ বছর বয়সী কিরিলোভ এবং তাঁর একজন সহযোগীর মৃত্যু হয়।

রুশ তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হলে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে যায়। রিয়া নভোস্তি নামে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল।

বিবিসির তথ্যমতে, রুশ তদন্তকারীরা শুরু থেকেই ধারণা করছিল বোমাটি ওই বৈদ্যুতিক স্কুটারে লুকানো ছিল। একটি রুশ সংবাদপত্র জানিয়েছে, শেষ পর্যন্ত তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন ওই স্কুটারের হ্যান্ডলবারেই আটকে রাখা হয়েছিল বোমাটি। পরে একটি রেডিও সংকেত বা মোবাইল ফোনের কলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) এই ঘটনার দায় স্বীকার করেছে। এসবিইউ-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি ছিল একটি গোয়েন্দা অভিযান।

এসবিইউ দাবি করেছে, ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সরাসরি দায়ী জেনারেল কিরিলাভ। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, যুদ্ধের শুরু থেকে রাশিয়া ৪ হাজার ৮০০ বারের বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও কিরিলাভের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। কিরিলাভকে অভিযুক্ত করে বলা হয়েছে, তিনি রুশ সেনাদের রাসায়নিক এবং পরমাণু যুদ্ধ থেকে রক্ষা করার পাশাপাশি ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচারেও সক্রিয় ছিলেন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে ‘অবশ্যম্ভাবী প্রতিশোধের’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে এই হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে জানা যায়, কোস্ট্রোমা হাইয়ার মিলিটারি কমান্ড স্কুল অব কেমিক্যাল ডিফেন্সে পড়াশোনা করেন কিরিলভ। রুশ সেনাবাহিনীতে রেডিয়েশন, রাসায়নিক এবং জৈব (বায়োলজিক্যাল) প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অধীন পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ২০১৭ সালের এপ্রিলে এই বাহিনীর প্রধান হিসেবে মনোনীত হন কিরিলভ।

রাশিয়ার সামরিক ও রাজনৈতিক শীর্ষ মহলে এ হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া