হোম > বিশ্ব > ইউরোপ

মানুষ ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না: ঋষি সুনাক

মানুষ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ‘একজন পুরুষ পুরুষই এবং একজন নারী নারীই।’ গত বুধবার কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে ঋষি সুনাকের ভাষায়, যেকোনো লিঙ্গের হতে চাওয়ার বিশ্বাসের জন্য কাউকে বুলিং করা উচিত নয়।  কারণ তা হয় না। পুরুষ পুরুষই আর নারী নারীই।

কনফারেন্সে ধূমপানের বিরোধিতাও করেছেন সুনাক। ইংল্যান্ডে ধূমপায়ীদের ন্যূনতম বয়স এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি প্রস্তাব করি, ভবিষ্যতে আমরা প্রতিবছর ধূমপান করার বয়স এক বছর করে যেন বাড়িয়ে দিই। এর মানে হলো, আজকের ১৪ বছর বয়সী একজনের কাছে কখনোই সিগারেট বিক্রি করা হবে না। এতে তারা এবং তাদের প্রজন্ম ধূমপানমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে।’

এ সময় ছোট নৌকায় করে আসা অভিবাসীদের নিরুৎসাহিত করার প্রতিশ্রুতি দেন সুনাক। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে রুয়ান্ডায় ফ্লাইট নিয়মিত যেতে শুরু করলে নৌকা আসা বন্ধ হয়ে যাবে। এটা জেনে রাখুন, নৌকা ঠেকাতে যা যা করা দরকার তা-ই করব।’

যুক্তরাজ্যের আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যদি ভলোদিমির জেলেনস্কিকে হাতিয়ার দিই, তাহলে ইউক্রেনীয়রা কাজ শেষ করবে।’

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১