হোম > বিশ্ব > ইউরোপ

সামরিক বাজেট বাড়াবে না জার্মানি, ন্যাটোর প্রস্তাব প্রত্যাখ্যান

আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।

জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।

মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা