হোম > বিশ্ব > ইউরোপ

সামরিক বাজেট বাড়াবে না জার্মানি, ন্যাটোর প্রস্তাব প্রত্যাখ্যান

আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পরামর্শ অনুসারে সামরিক বাজেট বাড়ানোর কথা ভাবছিল জার্মানি। এ লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবকে চূড়ান্ত করার কথা ভাবছিল দেশটি। কিন্তু শেষ মুহূর্তে এসে ন্যাটোর পরামর্শকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ন্যাটোর পরামর্শ অনুসারে দেশের সামরিক বাজেট প্রতিবছর জিডিপির ২ শতাংশ করার কথা ভাবছিল বার্লিন। এ লক্ষ্যে বিষয়টিকে আইনগত বৈধতা দিতে আইন পাশের কথাও ভাবছিলেন জার্মানির আইনপ্রণেতারা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই অবস্থান থেকে পিছিয়ে গেছে দেশটি।

জার্মানির এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডার এ বিষয়ে একটি খসড়া আইন প্রস্তুত করেছিলেন। কিন্তু খসড়াটি পার্লামেন্টে পেশ করার ঠিক আগে মন্ত্রিসভা সেই খসড়া আইন থেকে সামরিক বাজেট বাড়ানোর ধারাটি বাতিল করে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রতিবছর ২ শতাংশ ব্যয় করার বদলে প্রতি পাঁচ বছরে গড়ে সামরিক খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করা হবে, যা সম্প্রতি প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে নির্ধারণ করা হয়েছে।

মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ও তাঁর মন্ত্রণালয় প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে ব্যয়ের বিষয়টিকে আইনে পরিণতের বিরোধিতা করেন। তবে জার্মান সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র ‘যাইতেনভেন্দে’ ঘোষণা করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। সে সময় তিনি বলেছিলেন, এখন থেকে বছরের পর বছর ধরে জার্মানি প্রতিবছর জিডিপির ২ শতাংশ হারে প্রতিরক্ষা খাতে ব্যয় করবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট