হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে চারটি রুশ কনসুলেট বন্ধের সিদ্ধান্ত

ডয়চে ভেলে

জার্মানিতে অবস্থিত রাশিয়ার পাঁচটির মধ্যে চারটি কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে জার্মান সরকার। এর আগে রাশিয়া জানিয়েছিল, মস্কোর জার্মান দূতাবাস এবং অন্য সংগঠন থেকে কর্মী ছাঁটাই করতে হবে। রাশিয়ার নির্দেশ, সে দেশে ৩৫০ জনের বেশি জার্মান থাকতে পারবেন না। এর মধ্যে স্কুলে ও অন্য সাংস্কৃতিক সংগঠনে কর্মরত জার্মানরাও আছেন।   

রাশিয়া জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। তারাও এর জবাব দেবে। 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের কূটনৈতিক ও অন্য মানুষের সংখ্যায় একটা তালমিল থাকা দরকার। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়াই প্রথমে অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের শেষে বার্লিনে রাশিয়ার দূতাবাস থাকবে এবং একটি কনসুলেট থাকবে। 

মুখপাত্রের দাবি, ইউক্রেন যুদ্ধ চলছে। এ সময় রাশিয়া কূটনৈতিক সম্পর্ক কম করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মেনে নেওয়া যায় না। 

বুধবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রচুর জার্মানকে রাশিয়া ছাড়তে হবে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এমনিতেই জার্মানি ও রাশিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। এখন তা আরো খারাপ হলো।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট