হোম > বিশ্ব > ইউরোপ

রেকর্ড সংক্রমণের সঙ্গে ওমিক্রনের হানা, নেদারল্যান্ডসে লকডাউন

রেকর্ড করোনা রোগী শনাক্ত এবং নতুন ধরন ওমিক্রন সংক্রমণের শঙ্কায় আংশিক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। নির্দেশনা অনুসারে অন্তত আগামী তিন সপ্তাহ সাংস্কৃতিক কেন্দ্র, ক্যাফে, জাদুঘর ও সিনেমা হল অবশ্যই স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে। 

প্রতিদিন দেশটিতে ২২ হাজারের মতো নতুন রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা শয্যার ঘাটতি রয়েছে, অপারেশন বাতিল করা হচ্ছে। প্রতি সপ্তাহে শত শত মানুষ কোভিডে মারা যাচ্ছে। এর মাঝে নতুন ধরনের শঙ্কায় কর্তৃপক্ষ দেশের হাসপাতালগুলোকেও বাড়তি প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে। 

ডাচ কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রথম ওমিক্রন শনাক্ত হওয়া দেশ দক্ষিণ আফ্রিকা থেকে দুটি কেএলএম ফ্লাইটে আসা ৬১ জন নাগরিকের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ১৩ জন নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। তাঁদের আরও পরীক্ষা করার জন্য আমস্টারডামের শিফোল বিমানবন্দরের কাছে একটি হোটেলে পৃথক রাখা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে 'উদ্বেগের বিষয়ে' বলে উল্লেখ করেছে। প্রাথমিক প্রমাণসাপেক্ষে এই ধরনে উচ্চতর সংক্রমণের ঝুঁকি দেখছে সংস্থাটি। এই শঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা এবং বেশ কয়েকটি প্রতিবেশী দেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে। 

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ঘোষিত লকডাউনের বিধিনিষেধে বলা হয়—

* অপ্রয়োজনীয় দোকানগুলো স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে। সুপারমার্কেট, রসায়নবিদ ও পাইকারি বিক্রেতাদের জন্য এই সময়সীমা রাত ৮টা। 
* ক্লোজার সিনেমা, থিয়েটার বন্ধ থাকবে। যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করতে হবে। 
* অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন ক্রীড়া সুবিধা বিকেল ৫টায় বন্ধ করতে হবে। তবে পেশাদার ক্রীড়াবিদদের প্রশিক্ষণ সেশন এবং ক্রীড়া ম্যাচ চলতে পারে। 
* কারও বাড়িতে ১৩ বছরের বেশি বয়সী সর্বোচ্চ চারজন অতিথি আসতে পারবেন। 
* লকডাউন চলাকালে সারা দেশে নার্সারি, স্কুল ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। 

তবে নাগরিকদের অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। সরকার লকডাউন ঘোষণা করার পরপরই হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। ডাচ ক্যাটারিং শিল্পের একজন মুখপাত্র পাবলিক ব্রডকাস্টার এনওএসকে বলেন, সরকার 'মাত্রা অতিক্রম করেছে'। হেগে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট