হোম > বিশ্ব > ইউরোপ

সৌভাগ্যের মাকড়সা দেখে লটারির টিকিট কিনে দাদিমার বাজিমাত

বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।

ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’

মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’

তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’ 

পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’ 

ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’ 

লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস