হোম > বিশ্ব > ইউরোপ

হাঙ্গেরিতে টানা চতুর্থবারের মতো বিজয়ী ভিক্টর অরবান

হাঙ্গেরির সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দেশটির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গতকাল রোববারের এই ভোটে ভিক্টর অরবানের ফিদেজ পার্টি জয়ী হওয়ায় টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থাকছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নির্বাচনে ৯৮ ভাগ ভোট পড়েছে। এর মধ্যে অরবানের ফিদেজ পার্টি ৫৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে। আর পিটার মারকি-জে’র নেতৃত্বাধীন বিরোধী জোট ৩৫ শতাংশ ভোট পেয়েছে। 

জাতীয় নির্বাচন অফিস বলছে, অরবানের ফিদেজ পার্টি ১৩৫ আসনে জয়ী হবে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ। আর বিরোধীরা পাবে ৫৬টি আসন। এ ছাড়া আওয়ার হোমল্যান্ড নামক একটি অতি-ডানপন্থী দলও ৭টি আসন জিতে পার্লামেন্টে প্রবেশ করবে। 

বিজয়ী অরবান বলেছেন, ‘আমরা হাঙ্গেরির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করেছি। এত বড় জয় পেয়েছি যে, চাঁদ থেকেও তা দেখা যায়।’ 

ভিক্টর অরবান আরও বলেছেন, ‘এই বিজয় সকল প্রতিকূলতার বিরুদ্ধে।’ 

উল্লেখ্য, বিজয়ী অরবান রুশপন্থী। তাঁর সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও