হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার পরিকল্পনা নেই রাশিয়ার: ক্রেমলিন

ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ’ ঘোষণার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার যেকোনোর ধরনের পরিকল্পনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মৃতিচারণ করার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন এমন বিষয়কে কল্পনা বলে নাকচ করে দিয়েছে ক্রেমলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটিরও বেশি সোভিয়েত নাগরিক প্রাণ হারিয়েছিলেন। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের কল্পনাকে ‘অর্থহীন’ বলে অভিহিত করে বলেছেন ‘এর কোনোই সম্ভাবনা নেই।’ 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উপলক্ষে প্রতিবছর ৯ মে বিজয় দিবস বা ‘ভিক্টরি ডে’ পালিত হয়। এই দিনটি দেশটির সবচেয়ে বড় উৎসব এবং জাতীয় ছুটি হিসেবে পালিত হয়। এদিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছিল এই ভাষণেই পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারেন। তবে, ক্রেমলিন দৃঢ়ভাবে সেই ধরনের কোনো ঘোষণার বিষয়কে নাকচ করে দিল। 

৯ মে পুতিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পাশাপাশি মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। রীতি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট এদিন সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করে থাকেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণ চালায় রাশিয়া। শুরু থেকেই ইউক্রেনে আক্রমণকে রাশিয়া যুদ্ধ নয় বরং একটি ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছে। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা