হোম > বিশ্ব > ইউরোপ

‘খেরসনে রুশ সেনাদের বিরুদ্ধে চার শতাধিক যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে’

রাশিয়ার সেনারা খেরসন ছেড়ে যাওয়ার পর চার শতাধিক যুদ্ধাপরাধের ঘটনা উন্মোচন করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে অঞ্চলটিতে সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খেরসনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ তুলেছেন তিনি।

তবে বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি। এ ছাড়া অভিযোগ অস্বীকার করে মস্কো জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেনি রুশ সেনারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, খেরসন পরিস্থিতি নিয়ে রোববার (১৩ নভেম্বর) রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘রুশ সেনারা অন্যান্য অঞ্চলের মতো খেরসনেও একই নৃশংসতার চিহ্ন রেখে গেছে। আমরা প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনব। এ বিসয়ে কোনো সন্দেহ নেই।’

এদিকে খেরসনে থেকে রুশ সেনা প্রত্যাহারের পর স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও অঞ্চলটির পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কারফিউ জারি করে যাতায়াত সীমিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরটিতে নতুন করে কারও প্রবেশ এবং বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই খেরসন দখলে নেয় রাশিয়ার সেনারা। প্রায় ৮ মাস পর রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা শহরটির কেন্দ্রে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন। এ ছাড়া শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে অভিনন্দন জানান অনেকে।

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা

বুলগেরিয়ায় গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ল জেলিয়াজকভের সরকার

ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে মরল প্রথম ব্রিটিশ সেনা, লন্ডনের স্বীকারোক্তি

নরওয়েতে থেকেও মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে গেলেন না যে কারণে

সময়মতো পৌঁছাননি মাচাদো, নোবেল শান্তি পুরস্কার নিলেন তাঁর মেয়ে

যুদ্ধজয়ের আশা নেই, ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত প্রায় ৩ লাখ

ইউরোপের নেতাদের দুর্বল আখ্যা ট্রাম্পের—ইউক্রেনকে সমর্থন কমানোর ইঙ্গিত