হোম > বিশ্ব > ইউরোপ

‘খেরসনে রুশ সেনাদের বিরুদ্ধে চার শতাধিক যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে’

রাশিয়ার সেনারা খেরসন ছেড়ে যাওয়ার পর চার শতাধিক যুদ্ধাপরাধের ঘটনা উন্মোচন করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে অঞ্চলটিতে সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খেরসনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ তুলেছেন তিনি।

তবে বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি। এ ছাড়া অভিযোগ অস্বীকার করে মস্কো জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেনি রুশ সেনারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, খেরসন পরিস্থিতি নিয়ে রোববার (১৩ নভেম্বর) রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘রুশ সেনারা অন্যান্য অঞ্চলের মতো খেরসনেও একই নৃশংসতার চিহ্ন রেখে গেছে। আমরা প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনব। এ বিসয়ে কোনো সন্দেহ নেই।’

এদিকে খেরসনে থেকে রুশ সেনা প্রত্যাহারের পর স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও অঞ্চলটির পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কারফিউ জারি করে যাতায়াত সীমিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরটিতে নতুন করে কারও প্রবেশ এবং বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ ইউনিট খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই খেরসন দখলে নেয় রাশিয়ার সেনারা। প্রায় ৮ মাস পর রুশ সেনারা শহরটি ছেড়ে যাওয়ার পর বাসিন্দাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত বাসিন্দারা শহরটির কেন্দ্রে জাতীয় সংগীত গেয়ে ও জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন। এ ছাড়া শহরে ফিরে আসা ইউক্রেনীয় সৈন্যদের আলিঙ্গন করে অভিনন্দন জানান অনেকে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা