ইতালির প্যানটেলিরিয়া দ্বীপে টর্নেডোর আঘাতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার আঘাত হানা এই টর্নেডোয় আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে টর্নেডোটি।
নিহতদের মধ্যে একজন দমকলকর্মী রয়েছেন। তবে ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না বলে জানিয়েছে ইতালির বার্তা সংস্থা আনসা।
আনসার প্রতিবেদনে আরও বলা হয়, নিহত আরেকজন ৮৬ বছরের বৃদ্ধ। নিহতেরা টর্নেডোর সময় গাড়ি চালাচ্ছিলেন।
উদ্ধারকর্মীরা আহতদের পালমেরো শহরের হাসপাতালে ভর্তি করেছেন। ভূমধ্যসাগরের একটি দ্বীপ হলো প্যানটেলিরিয়া। এটি পর্যটনের জন্য বিখ্যাত।