হোম > বিশ্ব > ইউরোপ

স্ত্রী ছাড়াই ১২৯ সন্তানের বাবা যিনি 

যুক্তরাজ্যের বাসিন্দা ক্লাইভ জোন্স। ৬৬ বছর বয়সী এই মানুষটিকে সমাজের আর দশটা মানুষের মতো মনে হলেও আসলে তিনি তেমনটি নন। এই বয়সে স্ত্রী ছাড়াই ১২৯ সন্তানের বাবা হয়েছেন তিনি। বিষয়টি অবাক করার হলেও সাবেক এই শিক্ষক শুক্রাণু দান করে এই কীর্তি গড়েছেন।  যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ১০ বছর ধরে শুক্রাণু ডোনেশানের কাজ করছেন তিনি। ক্লাইভের আরও ৯ সন্তান জন্ম নিলে তিনি মোট ১৩৮ সন্তানের জৈবিক বাবা হবেন। তবে তার লক্ষ্য ১৫০ সন্তানের বাবা হওয়া। এরপরই এ কাজ থেকে বিদায় নেবেন তিনি। 

ক্লাইভ জানান, যারা শুক্রাণু গ্রহণ করতে চান, তাঁরা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন ও তাদের চাহিদা পূরণ করার কথা জানান। বড় কথা, দীর্ঘদিন ধরে শুক্রাণু দানের কাজ করলেও তিনি এই কাজের জন্য কোনো টাকা নেন না। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডার্বিশায়ার লাইভকে ক্লাইভ বলেন, আমি অনেক বেশি শুক্রাণু ব্যবসায়ীদের জানি কিন্তু তারা দান করে না, বরং বীর্য বিক্রি করে। একটি সন্তান হওয়ার পর কেমন খুশি লাগে তা আমি জানি। আমার মনে আছে আমকে একবার একজন নানি নাতনি হওয়ার কারণে ধন্যবাদ জানিয়েছিলেন। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ক্লাইভ ও তাঁর স্ত্রীর তিন সন্তান রয়েছে। যুক্তরাজ্যের শুক্রাণুর ব্যাংকগুলোতে ৪৫ বছর বয়সের বেশি কেউ শুক্রাণু দান করতে পারে না। আর এ জন্য ফেসবুকের মাধ্যমে ৫৮ বছর বয়সে শুক্রাণু দেওয়া শুরু করে ক্লাইভ। 

অবশ্য ক্লাইভের এই কর্মকাণ্ডে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথোরিটি। সংস্থাটি বলছে, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে দাতা ও গ্রহীতারা শুক্রাণু সংগ্রহ করতে পারবে।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড