হোম > বিশ্ব > ইউরোপ

তোষামোদ করে ন্যাটোপ্রধানের বার্তা ফাঁস করে দিলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ন্যাটোর সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসে যাওয়ার পথে একটি বার্তার স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাটি পাঠিয়েছেন ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুটে।

এদিকে ন্যাটো কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, ট্রাম্প যে বার্তা পোস্ট করেছেন, তা সত্যিকারেরই, তবে এটি জনসমক্ষে এভাবে দেখিয়ে ফেলা হবে—এমন ধারণা কিংবা ইচ্ছাও ছিল না ন্যাটোপ্রধানের।

এদিকে বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পকে প্রভাবিত করতে ওই বার্তায় প্রশংসা বা তোষামোদের কোনো কমতি রাখেননি রুটে। বার্তায় বেশ করেই রুটের এই আচরণ প্রকাশ পেয়েছে। বলা যায়, এতটা খোলাখুলি প্রশংসা সচরাচর দেখা যায় না।

রুটে তাঁর বার্তায় ট্রাম্পকে সম্বোধন করে লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড, ইরানে আপনার দৃঢ় পদক্ষেপ ছিল সত্যিই অসাধারণ—এমন কিছু, যা অন্য কেউ সাহস করেনি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনি দ্য হেগে আরেকটি বড় সফলতার পথে উড়াল দিচ্ছেন।’

এখানে তিনি ইঙ্গিত করছেন, ন্যাটোর সদস্যদেশগুলো হয়তো আগামী এক দশকের মধ্যেই তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তার পেছনে খরচের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সম্মত হবে।

রুটে বার্তায় যোগ করেন, ‘আপনি এমন একটি সাফল্য অর্জন করতে যাচ্ছেন, যা কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট পারেননি।’

বার্তার কিছু অংশে ‘নো’ এবং ‘বিগ’ শব্দ দুটি তিনি বড় হাতের অক্ষরেও লিখেছেন। সবশেষে তিনি লিখেছেন, ‘ইউরোপ বড় আকারে খরচ করবে, যেমনটা তাদের করা উচিত।’

সব মিলিয়ে বলা যায়, অনুকরণ তো প্রশংসার শ্রেষ্ঠ রূপ। আর রুটে সেই রীতিই যেন অনুসরণ করেছেন। তবে বিষয়টি নিয়ে সরাসরি তাঁর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো