হোম > বিশ্ব > ইউরোপ

ন্যাটো-যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে সরাসরি ‘ভয়ংকরভাবে’ যুক্ত: লাভরভ 

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।

লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’

এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।

রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট