রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের তিন দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ রোববার স্থানীয় সময় বেলা ১০টার দিকে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, রাশিয়ার মোট ভোটারের ৩৫ দশমিক ৭ শতাংশ এই নির্বাচনে ভোট দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ৪৫০ আসনের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ আছে পুতিনের ইউনাইটেড রাশিয়ার দখলে। গত বছর এই সংখ্যাগরিষ্ঠতাই পুতিনকে সংবিধান সংস্কারে সাহায্য করেছিল। এই সংস্কারের ফলে ২০২৪ সালের পরও আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাবেন পুতিন।
রাষ্ট্রায়ত্ত জরিপ সংস্থাগুলো বলছে, ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেওয়া ইউনাইটেড রাশিয়ার জনসমর্থন আগের তুলনায় কমেছে। তবে দলটির জনপ্রিয়তা এখনো এর নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিপিআর পার্টির তুলনায় বেশি বলে উল্লেখ করা হয়েছে জরিপ ফলাফলে।
এবারের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের ভোট দেওয়া থেকে বিরত রাখার অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।