হোম > বিশ্ব > ইউরোপ

গাজায় মানবিক বিপর্যয়ের ইতি টানতে হবে ইউরোপকেই: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞে সংঘটিত মানবিক বিপর্যয়ের ইতি টানতে ইউরোপকে অভিন্ন সুরে স্পষ্ট ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।

গতকাল বুধবার স্পেনের পার্লামেন্টে পেদ্রো সানচেজ বলেন, ‘এখন সময় এসেছে ইউরোপের কথা বলার। এ জন্য না যে পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে কিংবা ইতিহাস আমাদের কৃতকর্মের জন্য বিচার করবে। আমাদের এগিয়ে আসতে হবে কারণ, সাধারণ মানুষ সেখানে কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পেয়ে মারা যাচ্ছে।’ তিনি জোর দিয়ে বলেন, মানবতার এমন চরম সংকটের মুহূর্তে মাদ্রিদ কিছুই না করে চুপচাপ বসে থাকবে না।

পার্লামেন্টের সদস্যরা এ সময় উচ্চ স্বরে করতালি দিয়ে সানচেজের বক্তব্যকে সমর্থন জানান। গত মাসে নতুন মেয়াদে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা পেদ্রো সানচেজ বলেছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কাজটি স্পেনের রাজনীতিবিদদের করতে হবে।

গতকাল পার্লামেন্টে তিনি বলেন, সংঘাত নিরসনে একটি সুনির্দিষ্ট সমাধান খুঁজতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রযোজ্য হয় এমন প্রস্তাব রাখতে হবে ইউরোপকে। অর্থাৎ, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিরা যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে সে জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ঠান্ডা, ক্ষুধা ও ব্যথায় ভুগছেন এমন লোকদের কাছে অবশ্যই মানবিক সাহায্য পৌঁছাতে হবে। হামাসের হামলার নিন্দা এবং গাজায় বন্দী ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্তির আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানান।

পোডেমোস পার্টির প্রধান ইওন বেলারা গাজায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করার সময় সানচেজকে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল রাষ্ট্র দ্বারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে নির্মূল করা হচ্ছে— এ কথা বলতে গিয়ে বেলারা ইসরায়েলকে ‘বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছেন।

তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও অস্ত্র ব্যবসা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, গাজায় সামরিক অভিযানের সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিষয়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছিলেন পেদ্রো সানচেজ। গত নভেম্বরে তিনি ঘোষণা করেন যে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য ইইউ পর্যায়ে চেষ্টা চালাবে স্পেন। অন্য দেশগুলো এতে সম্মত না হলেও তিনি একতরফাভাবে এই স্বীকৃতি দেবেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট