হোম > বিশ্ব > ইউরোপ

ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা: গবেষণা

ঢাকা: করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে কম কার্যকর হলেও সুরক্ষা দিতে পারে ফাইজারের টিকা। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।

পিয়ার রিভিউ-এর আগে গবেষণাটি বায়োআরজিভ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ নিয়ে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক এবং গবেষণার সহ-লেখক অলিভিয়ার শোয়ার্জ বলেন, ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম হলেও সম্ভবত এটি সুরক্ষা দিতে পারে।

বার্তা সংস্থা এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অরলিন্স শহরের স্বাস্থ্য কর্মীদের ২৮ জনের ওপর গবেষণাটি করা হয়। এদের মধ্যে ১৬ জনকে ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন এবং ১২ জনকে অ্যাস্ট্রাজেনেকার এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।

গবেষণায় দেখা যায়, যারা ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় করোনার ধরনের( বি.১.৬১৭) বিরুদ্ধে যে অ্যান্টিবডি প্রয়োজন তা তিনগুণ হ্রাস পেয়েছে। তবে এর পরেও ফাইজারের ভ্যাকসিন সুরক্ষা দিতে সক্ষম।

গবেষণায় বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন ছিল। এই টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিম্ন স্তরের অ্যান্টিবডিগুলোকে প্ররোচিত করতে পারে।

গত এক বছরের মধ্যে যাদের করোনা হয়েছে এবং যারা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন তাঁদের দেহে ভারতীয় ধরনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে সেই তুলনায় যুক্তরাজ্যের ধরনের বিরুদ্ধে ফাইজারের ভ্যাকসিন আরও তিন থেকে ছয়গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

২০১৯ সালে করোনা রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত করোনার বেশ কয়েকটি ধরন শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতীয় ধরন বিশ্বের ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা