হোম > বিশ্ব > ইউরোপ

দনবাসে ইউক্রেনের ২০০০ সৈন্যকে ঘিরে রাখার দাবি রাশিয়ার 

ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে দেশটির প্রায় ২ হাজার সৈন্যকে ঘেরাও করে রেখেছে রাশিয়া। একই সঙ্গে দনবাসের সেভেরদোনেৎস্ক ও লিসিশানস্কে আক্রমণ জোরদার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইগর কোনাশেঙ্কভ বলেছেন, ‘হিরস্কে এলাকায় আমরা প্রায় ২০০০ ইউক্রেনীয় সৈন্যের সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছি। এর মধ্যে ১ হাজার ৮০০ জন ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য, ১২০ জন নাৎসি এবং বাকি ৮০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধা। এ ছাড়া ৪০টি সশস্ত্র যুদ্ধযান, ৮০টি বন্দুক এবং মর্টারও রয়েছে আমাদের অবরোধের তালিকায়।’ 

ইগর কোনাশেঙ্কভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৪১ জন ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী লুহানস্কের বিভিন্ন স্থানের পাঁচটি অস্ত্রাগার উড়িয়ে দিয়েছে। 

এর আগে লুহানস্কের সামরিক প্রশাসক জানিয়েছিলেন—রাশিয়ার সেনাবাহিনী লিসিশানস্কের জোলোতে এবং তোশকিভকায় নিজেদের অবস্থান সুসংহত করেছে। 

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সেভেরোদনেৎস্ক থেকে তাদের পশ্চাৎপসরণ সাময়িক। সেভেরোদনেৎস্কের বিভিন্ন এলাকা থেকেও সৈন্য গুটিয়ে নিতে শুরু করলেও আগামী কয়েক দিনের মধ্যেই আবারও নতুন করে যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন সেভেরোদনেৎস্কের সামরিক প্রশাসক রোমান ভ্লাসেনকো। 

ভ্লাসেনকো বলেছেন, ‘গতকাল (স্থানীয় সময় বৃহস্পতিবার) ইউক্রেনীয় সৈন্যরা সেভেরোদনেৎস্ক থেকে নিজেদের সরিয়ে নিতে শুরু করেছে। তার পরও বেশ কিছু সৈন্য এখানে রয়ে গেছে।’ 

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া