হোম > বিশ্ব > ইউরোপ

নরওয়েতে তীর–ধনুকের হামলায় নিহত ৫ 

নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ–পশ্চিম পাশে অবস্থিত কংসবার্গ শহরে এক ব্যক্তির তীর–ধনুকের হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। নরওয়ের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশের প্রধান ওয়েবিন্দ আন বলেন, এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা শহরের বেশ কয়েকটি এলাকা ঘিরে রেখেছি। 

তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনো জানতে পারেনি পুলিশ। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারী একটি সুপার মার্কেটে হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকেরা ভিতরে অবস্থান নেয়। 

নরওয়ের বিচারমন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ডকে এ ব্যাপারে জানানো হয়েছে। এ ছাড়া এই পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড