হোম > বিশ্ব > ইউরোপ

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১০ সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

প্রতীকী ছবি

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিলানের দুটি বিমানবন্দরসহ অন্তত ১০টি সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়ে সাময়িক সময়ের জন্য অচল হয়ে পড়েছে। আজ শনিবার দেশটির সাইবার সুরক্ষা সংস্থা জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে নোনেম ০৫৭ (১৬) নামের একটি প্রো-রাশিয়ান হ্যাকার গ্রুপ।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টেলিগ্রামে পাঠানো এক পোস্টে হ্যাকার গ্রুপটি লিখেছে, রুশবিরোধীরা তাদের প্রাপ্য সাইবার প্রতিক্রিয়া পেয়েছে।

সাইবার সুরক্ষা সংস্থার এক মুখপাত্র বলেন, এটি সম্ভবত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’ (ডিডস) আক্রমণ, যেখানে অতিরিক্ত ডেটা ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্ককে অচল করার চেষ্টা করা হয়। হামলার শিকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সহায়তা দেওয়া হয় এবং দুই ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মিলানের লিনাতে ও মালপেনসা বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইএর এক মুখপাত্র বলেন, সাইবার হামলার কারণে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। যদিও বিমানবন্দরগুলোর ওয়েবসাইট অচল ছিল, তবে মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করেছে।

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান