হোম > বিশ্ব > ইউরোপ

টেন্ডার জটিলতায় ইঁদুরের কবলে সারায়েভো, ছড়িয়ে পড়ছে ভয়ংকর রোগ

আজকের পত্রিকা ডেস্ক­

বাধ্য হয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে শহর কর্তৃপক্ষ। ছবি: বিবিসি

বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন। শিশুদের খেলার মাঠসহ অনেক এলাকায় মৃত প্রাণী পড়ে থাকার অভিযোগও রয়েছে।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সারায়েভো শহরে ইঁদুরের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে লেপ্টোসপাইরোসিস বা ‘ইঁদুর জ্বর’ নামে পরিচিত একটি বিপজ্জনক রোগ। দেশটির বৃহত্তম হাসপাতাল মাত্র একদিনে ইঁদুর জ্বরে আক্রান্ত এক ডজন রোগী শনাক্ত করেছে—যা বিশেষজ্ঞদেরকে গভীর উদ্বেগে ফেলেছে। রোগটি সাধারণত ইঁদুরের মূত্র বা বিষ্ঠা দ্বারা দূষিত পানি কিংবা মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এর উপসর্গের মধ্যে মাথাব্যথা, পেশির যন্ত্রণা, ফুসফুসে রক্তক্ষরণ, জন্ডিস এবং কিডনি বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

সারায়েভোর কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে। শুরু হয়েছে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক নিয়ে মাঠে নেমেছেন অতিরিক্ত পৌরকর্মীরা। শহরের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খেলার মাঠ পরিষ্কার করে, ঘাস কাটে এবং বেজমেন্টে ইঁদুর আছে কি না তা পরীক্ষা করে। বাড়ানো হয়েছে আবর্জনা অপসারণও।

গত দুই বছরে সারায়েভোতে কোনো ধরনের কীটনাশক বা দমন কার্যক্রম না থাকার কারণেই পরিস্থিতি মারাত্মক হয়েছে। সরকারি কর্মকর্তারা এর জন্য দায়ী করছেন ব্যর্থ এক টেন্ডার প্রক্রিয়াকে, যার ফলে ইঁদুর ও বেওয়ারিশ কুকুর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যানিস হাসানোভিচ বলেছেন, ‘এটি আসলে স্বাস্থ্য সংকট নয়, বরং একটি সামগ্রিক পৌর সংকট।’ অন্যদিকে ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের সাবেক পরিচালক ও বর্তমান সংসদ সদস্য সেবিজা ইজেতবেগোভিচ সতর্ক করেছেন—পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেবিজা বলেন, ‘শহরের ইঁদুরেরা এখন এতটাই ভালো খাওয়া-দাওয়া করছে যে, ভবিষ্যতে হান্টা ভাইরাস সংক্রমণের আশঙ্কাও দেখা দিতে পারে।’

তবে সৌভাগ্যবশত, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অবস্থায় নেই। চিকিৎসকদের মতে, লেপ্টোসপাইরোসিস যদি চিকিৎসা না করা হয়, তবে এর মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি হতে পারে।

সারায়েভো শহরবাসীর প্রত্যাশা, এবার অন্তত কর্তৃপক্ষ টনক নাড়বে এবং সারায়েভো আবার পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হয়ে উঠবে।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি