হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভে রুশ হামলায় নিহত ১, আহত ৫

ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিশ্বনেতারা যখন ইউরোপে একটি সম্মেলনে একত্রিত হয়েছেন, তখন ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কামানের হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববারের এ হামলায় কিয়েভে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিয়েভে রোববারের হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মস্কো। তবে তারা সব সময়ই বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে।

মেয়র ভিতালি ক্লিৎসকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, রুশ বাহিনী রোববার সকালের দিকে কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় কামানের গোলা ছুড়েছে। এতে ৯ তলা একটি ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে সাত বছর বয়সী এক মেয়েকে জীবিত উদ্ধার করেছে বলে তিনি জানিয়েছেন। এখন তার মাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পঞ্চম মাসে গড়িয়েছে। পশ্চিমা রাষ্ট্রগুলো রাশিয়ার ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেও এই যুদ্ধ থামাতে পারেনি। এই যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বেই। বিশেষ করে খাদ্যসংকট দেখা দিচ্ছে। ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য রাশিয়া ও ইউক্রেন উভয় দেশকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। এদিকে ব্রিটেন বলেছে, তারা এখনো বিশ্বাস করে যে এই যুদ্ধে ইউক্রেন জিতবে। দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হবে। তবে শান্তিচুক্তিটা খুব ‘খারাপভাবে’ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

যুদ্ধের প্রথম দিকে রুশ বাহিনীকে কিয়েভে প্রবেশ করতে বাধা দিয়েছিল ইউক্রেনের সেনারা। তারপর কিয়েভের জনজীবন প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল। জুনের আগে কিয়েভে বড় ধরনের হামলা হয়নি। সেই শহরে আবার নতুন করে হামলা শুরু করল রুশ বাহিনী।

রাশিয়া সব সময়ই বলেছে, তারা বেসামরিকদের লক্ষ্য করে হামলা করে না। তবে ইউক্রেন ও পশ্চিমা রাষ্ট্রগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। তারা বলেছে, রুশ বাহিনীর হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। ইউক্রেনের অনেক শহর ধ্বংস করে ফেলেছে পুতিনের বাহিনী।

গত কয়েক মাস ধরে ভয়াবহ লড়াইয়ের পর গতকাল শনিবার সেভেরোদেনৎস্ক শহর থেকে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। শহরটি এখন রুশদের নিয়ন্ত্রণে। এই শহর দখলের মাধ্যমে পুরো দনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিল রাশিয়া।

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য