হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে তিনি মধ্য এশিয়ার ছোট দুটি দেশ সফর করবেন বলে জানা গেছে। দেশ দুটি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

রাষ্ট্রীয় টেলিভিশন রুশিয়া-১ এর ক্রেমলিন প্রতিনিধি পাভেল জারুবিন বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট এ সপ্তাহে তাজিকিস্তান ও তুর্কমিনিস্তান সফরে যাবেন। সফর থেকে ফিরে এসে তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে মস্কোতে বৈঠক করবেন।’ 

জারুবিন আরও বলেছেন, ‘তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন।’ ইমোমালি দীর্ঘদিন ধরে তাজিকিস্তান শাসন করছেন এবং তিনি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এ ছাড়া পুতিন তুর্কমিনিস্তানের রাজধানী আশগাবাটে ক্যাস্পিয়ান দেশগুলোর এক সম্মেলনে আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কমিনিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পাভেল জারুবিন। 

গত ফেব্রুয়ারির প্রথম দিকে চীন সফরে গিয়েছিলেন পুতিন। ইউক্রেনে অভিযান শুরুর আগে সেটিই ছিল তাঁর সর্বশেষ বিদেশ সফর। সেই সফরে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি ‘সীমাহীন বন্ধুত্ব চুক্তি’ করেছিলেন। 

এ সফর থেকে ফিরে আসার কয়েক দিন পরেই ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বিশেষ অভিযান বললেও পশ্চিমা দেশগুলো একে যুদ্ধ বলে আখ্যায়িত করেছে। এ পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। যুদ্ধ ঠেকাতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবু পুতিন তাঁর ‘বিশেষ অভিযান’ থেকে সরে আসেননি। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের ২৫ শতাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে। 

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ