হোম > বিশ্ব > ইউরোপ

নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

নেদারল্যান্ডসের উত্তরের শহর জোওলেতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএল ওস্ট এবং ডাচ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, সন্ধ্যা ৬টার দিকে ম্যাকডোনাল্ডসে একজন বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা আরটিএল ওস্টকে বলেছেন, বন্দুকধারী যখন রেস্তোরাঁয় ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়, তখন তারা খাবার খাচ্ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি নিহত দুই ব্যক্তির পাশের টেবিলে বসেই খাবার খাচ্ছিলাম। বন্দুকধারী লোকটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার করে। তারপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। তখন সবার মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দৌড়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ফাঁকে হামলাকারী নিজেও পালিয়ে যায়।’ 

ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি পরে মারা যান। পুলিশ বলেছে, তারা বন্দুকধারীকে খুঁজছে। 

নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে তারা তুর্কি ও ডাচ বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে। 

একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং ওই এলাকার ওপর হেলিকপ্টার প্রদক্ষিণ করছে। হতবাক দর্শক এবং নিহতের স্বজনরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট