ইউক্রেনে হামলা চালানো হবে না বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের পর ওয়াশিংটনকে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করে মস্কো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সাত ঘণ্টাব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। তবে এ বৈঠকে ইউক্রেন সংকট ইস্যুতে বড় কোনো অগ্রগতি হয়নি।
ধারণা করা হচ্ছে, ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। এর আগে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালালে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া।
এদিকে রাশিয়ার ঝুঁকিগুলো অবমূল্যায়ন না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো।
বৈঠকের পর রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘আমরা আমাদের সহকর্মীদের আশ্বস্ত করেছি যে ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা আমাদের নেই।’
এদিকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান জানান, বৈঠকটি ছিল খোলাখুলি এবং স্পষ্ট। উভয় পক্ষের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, ভালোভাবে অনুধাবন করানোর জন্যই বৈঠকটির আয়োজন হয়েছে।