মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় অর্ধশতাধিক লোককে। শনিবার রাতে বেসামরিক লোকজনের দুটি দল আজভস্তালের আবাসিক এলাকা ত্যাগ করে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৪৬ জন বেসামরিক ইউক্রেনীয় নাগরিক আজভস্তাল ছেড়েছেন। তাদের ‘খাদ্য ও আশ্রয় প্রদান করা হয়েছে’। যাদের বের করে আনা হয়েছে, তাদের মধ্যে ১৯ জন প্রাপ্তবয়স্ক ও ৬টি শিশু রয়েছে। এর বেশি তাদের সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি।
ইউক্রেনের সেনাবাহিনীর আজভ ব্যাটালিয়নের—যারা আজভস্তাল রক্ষা করছিলেন—একজন কমান্ডার জানিয়েছেন, ২০ জন বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি রাশিয়া যাদের কথা বলেছে, তাঁদের কথা উল্লেখ করেছেন কি-না, তা স্পষ্ট নয়। আজভ ব্যাটালিয়নের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে কমান্ডার সিয়াতোস্লাভ পালামার বলেছেন, ‘২০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন, তাদের একটি উপযুক্ত জায়গায় স্থানান্তর করা হয়েছে। আমরা আশা করছি, তাদের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল জাপোরিঝিয়ায় সরিয়ে নেওয়া হবে।’
তবে এই স্থানান্তরের বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ১ হাজারেরও বেশি বেসামরিক এবং কয়েক শ ইউক্রেনীয় সৈন্য নিচে আজভস্তাল কারখানার ভূগর্ভস্থ টানেলে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকের চিকিৎসার প্রয়োজন।
এদিকে, মারিউপোলের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকবার যুদ্ধবিরতির ব্যবস্থা করার চেষ্টা করা হলেও তা বারবার ভেস্তে গেছে। এ নিয়ে মস্কো ও কিয়েভ একে অপরকে দোষারোপ করছে।