হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ বছরের পর বছর চলতে পারে, ন্যাটো মহাসচিবের সতর্কতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছেন, যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেনকে সহায়তা দিয়ে যেতে হবে। যুদ্ধের খরচ অনেক বেশি। তবে মস্কোকে সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়ার মূল্যের চেয়ে বেশি নয়। 

বিবিসি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছেন। বরিস জনসনের সতর্কতার পরই ন্যাটো মহাসচিবের পক্ষ থেকে এমন সতর্কতা এল। দুজনই বলছেন, ইউক্রেনকে বিজয়ী করতে পশ্চিমাদের আরও বেশি অস্ত্র সহায়তা দিতে হবে। 

জার্মান সংবাদপত্র বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, ‘যুদ্ধ আরও কয়েক বছর স্থায়ী হতে পারে। এটি ভেবেই প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনকে ছেড়ে যাওয়া উচিত হবে না। এমনকি এই সহায়তা করতে যদি খরচ বেশিও হয়, তবুও না। কারণ শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয়, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণেও খরচ বাড়ছে।’ 

জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহ করতে হবে। এটি পূর্ব দনবাস অঞ্চল মুক্ত করার সম্ভাবনা বাড়িয়ে দেবে। বর্তমানে দনবাসের বেশিরভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।’ 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।  

 

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের